জামিনে বেরিয়ে নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ

| আপডেট :  ১৮ জুলাই ২০২৫, ০৮:৫৫  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২৫, ০৮:৫৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে পূর্ব নিমাইকাশারী এলাকার নূরুল আমিনসহ যৌথ মালিকানায় নির্মাণাধীন তাকওয়া ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাকসুদুল হাসান জনি (৩০) পশ্চিম নিমাইকাশারী এলাকার শুক্কুর আলীর ছেলে। তিনি গত ১৫ জুলাই জেল থেকে জামিনে বের হয়ে নিখোঁজ হন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জনি নিমাইকাশারী এলাকায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য ছিলেন। 

পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক বজলুর রহমান কালবেলা বলেন, জনি গত ১৫ জুলাই জেল থেকে জামিনে বের হয়ে বিকেলে বাড়ি আসেন। সেদিন সন্ধ্যার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ সংক্রান্ত কোনো জিডি করেননি।

তিনি বলেন, নির্মাণাধীন একটি ভবনের নর্দমা পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত