নতুন বাংলাদেশ ব্যবসার জন্য একটি সেফগার্ড : স্টারলিংক কর্মকর্তা

| আপডেট :  ১৮ জুলাই ২০২৫, ০৭:২৩  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২৫, ০৭:২৩

বাংলাদেশ.২ ব্যবসার জন্য একটি সেফগার্ড বলে মন্তব্য করেছেন স্পেস এক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক বিভাগের পরিচালক রিচার্ড গ্রোফিথস। স্টারলিংকের সঙ্গে বাংলাদেশ সরকারের সহযোগিতা বিশ্বের অন্যান্য ব্যবসায়ীর কাছে একটি বার্তা পৌঁছে দেবে। 

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে স্টারলিংকের যাত্রা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা বলেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্পেসএক্স-এর গ্লোবাল বিজনেস অপারেশনের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান ও বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। 

লরেন ড্রেয়ার বলেন, আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত। প্রধান উপদেষ্টা (অধ্যাপক ইউনূস) এবং তার প্রশাসনকে সাধুবাদ জানাতেই হয়, কারণ তিনি বাংলাদেশের জনগণের জন্য নজিরবিহীন এক সুযোগ তৈরি করে দিয়েছেন। কয়েক মাস আগেই আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, আজ এটা বাস্তবে পরিণত হয়েছে। আমাদের জন্য হাইস্পিড ইন্টারনেট পৌঁছে গেছে। স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশিরা স্থিতিশীল ইন্টারনেট পাবে। এটা বাংলাদেশের টেলিমেডিসিন শিক্ষায় অবদান রাখবে। আমরা মনে করি, কানেক্টিভিটি একটি সমাজের উন্নতির পথে যাত্রা। 

ফয়েজ তৈয়্যব বলেন, এখন থেকে ঠিক এক বছর আগে বাংলাদেশে ইন্টারনেট শাটডাউনের মতো কালো অধ্যায়ের সম্মুখীন হয়েছে। আজ একটি নতুন দিনের শুরু, আজ থেকে কোনো সরকার ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপ নিতে পারবে না। এটা আমাদের শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য একটি সুযোগ। নিরবচ্ছিন্ন ইন্টারনেট শুধু একটা সুবিধা না, অধিকার। স্টারলিংক বাংলাদেশের প্রতিটি স্থানে থাকবে, বিশেষ করে দূরবর্তী তৃণমূল এলাকায়। 

বাংলাদেশে স্টারলিংকের কিট ও সংযোগের দাম নিয়ে তিনি বলেন, সম্প্রতি শ্রীলঙ্কায় স্টারলিংক সেবা চালু হয়েছে, তার তুলনায় বাংলাদেশে স্টারলিংক সংযোগের দাম কম। এ সময় স্টারলিংকের কাছ থেকে রাজস্ব আদায় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফয়েজ তৈয়্যব বলেন, প্রতি মাসে স্টারলিংকের প্রতিটি সংযোগ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পাবে সরকার। 

এ সময় স্টারলিংক সেবা নিয়ন্ত্রণ ও গেটওয়ে স্থাপন সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে চায় না। এ সময় টেলিযোগাযোগ আইনে এই সংক্রান্ত বিধিমালা সংস্কার নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি খুব দ্রুতই গেটওয়ে নির্মাণকাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত