অভ্যুত্থানে শহীদ বাঙলা কলেজের দুই ছাত্রের স্মরণে পদযাত্রা 

| আপডেট :  ২০ জুলাই ২০২৫, ০১:৪১  | প্রকাশিত :  ২০ জুলাই ২০২৫, ০১:৪১

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সরকারি বাঙলা কলেজের দুই মেধাবী শিক্ষার্থী শহীদ সাগর ও শহীদ রাব্বির স্মরণে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ জুলাই) বিকেলে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাস থেকে পদযাত্রাটি শুরু হয়। 

‘বাঙলার আত্মত্যাগ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, সরকারি বাঙলা কলেজ শাখা। সংগঠনের নেতাকর্মীরা কলেজের বটতলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে যাত্রা শুরু করেন। পদযাত্রাটি মিরপুর-১০ এর গোলচত্বরে পৌঁছে সেখানে শহীদদের স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয়। 

সভায় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ সাগর ও রাব্বির আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সভা থেকেই ১৯ জুলাই দিনটিকে ‘বাঙলার আত্মত্যাগ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয় ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত