দয়া করে পাইলটকে দোষ দেবেন না : হিমি

| আপডেট :  ২২ জুলাই ২০২৫, ০৮:১৪  | প্রকাশিত :  ২২ জুলাই ২০২৫, ০৮:১৪

সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘মর্মান্তিক হলেও, দয়া করে পাইলটকে দোষ দেবেন না। তিনি চেষ্টা করেছেন! তিনি সত্যিই চেষ্টা করেছেন।’

পোস্টে তিনি উল্লেখ করেন, দুর্ঘটনার মুহূর্তে পাইলট জানতেন তিনি একটি স্কুলের কাছাকাছি আছেন, আশপাশে শিশু রয়েছে- এমন পরিস্থিতিতে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

হিমি আরও লেখেন, ‘তিনি নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন। তিনি সেই বিমানের সাথেই ঝরে গেছেন!’

বাংলাদেশ বিমানবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘তারা আমাদের রক্ষা করে, দেশের জন্য জীবন বাজি রাখে প্রতিদিন। কিন্তু এর মানে এই না যে আমরা চুপ করে থাকব। আমাদের কঠিন প্রশ্ন করতে হবে, স্বচ্ছতা দাবি করতে হবে।’

পোস্টে হিমি প্রশ্ন তোলেন- কেন এখনো পুরোনো মডেলের যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। তিনি লেখেন, ‘আমরা এখনো ১৯৬০ সালের নকশায় তৈরি এবং ২০১৩ সালে যার উৎপাদন বন্ধ হয়েছে, সেই চীনে তৈরি F-7 যুদ্ধবিমান ব্যবহার করছি। এগুলো শুধু পুরোনোই নয়, আধুনিক শহুরে অভিযানের জন্য অনুপযুক্ত।’

তিনি আরও বলেন, ‘এটা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা এক বিশাল ব্যর্থতা- চিন্তাভাবনার, পরিকল্পনার এবং নেতৃত্বের।’

পোস্টের শেষাংশে হিমি নিহত পাইলটের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘তিনি শহীদ হয়েছেন বীরের মতো। স্যালুট জানাই তোমাকে, ভাই।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত