কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৯৮ জন আটক 

| আপডেট :  ২৪ জুলাই ২০২৫, ১১:০৫  | প্রকাশিত :  ২৪ জুলাই ২০২৫, ১১:০৫

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কালিয়া ১ ও ২ থেকে বাংলাদেশীসহ ১৯৮ জন বিদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একপিএস)। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) তাদের আটক করা হয়।

আটককৃতদের ভ্রমণ ভিসার অপব্যবহার সন্দেহে মোট ২০০ জনের কাগজ চেক করে কর্তৃপক্ষ, যাদের সবাইকে প্রশ্ন করলে স্পষ্ট কোনো উত্তর দিতে না পারা, নকল হোটেল বুকিং, পর্যাপ্ত রিঙ্গিত না থাকা ইত্যাদি সমস্যা উল্লেখ করা হয়েছে।

দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন বলেছেন যে, ভ্রমণের জন্য যুক্তিসংগত কারণ ব্যাখ্যা না করতে পারায় প্রায় ২০০ জন যাত্রীদের আটক করা হয়েছে এবং তাদের অবিলম্বে নিজ নিজ দেশে পাঠানো হবে। 

এ প্রক্রিয়াটি নট টু ল্যান্ড (এনটিএল) পদ্ধতি অনুসারে সম্পূর্ণ করা হয় এবং তাদের ফিরে যাওয়ার জন্যও নিজ নিজ বিমান সংস্থাকে দায়িত্ব নিতে হবে বলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত