মধ্যরাতে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

| আপডেট :  ২৫ জুলাই ২০২৫, ০৬:১২  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২৫, ০৬:১২

ফেনীর পরশুরামের বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১২টায় উপজেলার বাঁশপদুয়ায় এ ঘটনা ঘটে। নিহত মিল্লাত পৌর এলাকার বাশঁপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। আহত মো. আফছার (৩০) একই গ্রামের গ্রামের মৃত এয়ার আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, সীমানা পিলার অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়ায় বিএসএফ তাদেরকে গুলি করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  তাদের অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর মিল্লাত হোসেন মারা যান।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইফতেখার হাসান ভূঁইয়া গুলিবিদ্ধ দুজনকে চিকিৎসা দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। 

ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন কালবেলাকে বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ কাজ চলমান আছে। কেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এত রাতে শূন্য লাইন অতিক্রম করেছে তারা বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হবে। কোনো অবস্থাতেই বর্ডার এ ফায়ারিং কাম্য নয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত