‘বাংলাদেশ সুযোগ দিয়েছে, তাই জিতেছে পাকিস্তান’—সাবেক পাক তারকার দাবি

| আপডেট :  ২৫ জুলাই ২০২৫, ০৪:৫৪  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২৫, ০৪:৫৪

শেষ ম্যাচে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ শেষ হলেও, মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে লিটনদের বড় হার নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সেই বিতর্কে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমাল। তার দাবি—সেই ম্যাচে বাংলাদেশই ‘সুযোগ করে দিয়েছে’ বলেই জয় পেয়েছে পাকিস্তান।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে কামরান বলেন, ‘তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান জিতেছে ঠিকই, কিন্তু আমি বলব, বাংলাদেশই তাদের জেতার সুযোগ করে দিয়েছে। আগের দুই ম্যাচে যে দাপট দেখিয়েছে তারা—একটায় পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছিল, আরেকটিতে ১১০ রানে বেঁধে জিতেছিল—তা দেখে মনে হচ্ছিল, এবার ধবলধোলাই হবেই।’

তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশ মনে করেছে, মূল লক্ষ্য পূরণ হয়েছে। এখন একাদশের বাইরে যারা আছে, তাদের সুযোগ দেওয়া যাক। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে পাকিস্তান।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত