শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর

| আপডেট :  ২৮ জুলাই ২০২৫, ০৮:৩৪  | প্রকাশিত :  ২৮ জুলাই ২০২৫, ০৮:৩৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুর থেকে শাপলা তুলতে নেমে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া দুই শিশু মারা গেছে। 

সোমবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলেন- চোত্তাবাড়ি গ্রামের আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) এবং আবুবক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। তারা দুজনই উপজেলার কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে দুই শিশু পরিবারের অজান্তে বাড়ি থেকে কিছু দূরে খাসের দোলার পুকুরে শাপলা তুলতে যায়। শাপলা তোলার একপর্যায়ে তারা পুকুরে ডুবে মারা যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও শিশুরা বাড়িতে না থাকায় পরিবারের লোকজন তাদের খোঁজ করা শুরু করে। 
তারা আরও জানান, খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে দোলার পুকুরে শাপলা তুলতে যেতে পারে এ ভেবে পুকুর পাড়ে খুঁজতে যায়। পুকুর পাড়ে গিয়ে তাদের উভয়েরই মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম কালবেলাকে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত