নগর পরিষ্কার রাখতে সচেতন হতে হবে নাগরিকদেরও : মেয়র শাহাদাত
চট্টগ্রাম নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়ন কার্যক্রম টেকসই হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগর পরিচ্ছন্নতা কেবল সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়- এখানে নাগরিকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার (৩০ জুলাই) দুপুরে বর্ষায় ক্ষতিগ্রস্ত চসিকের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমরা উন্নয়ন কাজ করছি, কিন্তু যদি নাগরিকদের সচেতন না করা যায়, তাহলে এসব কাজের সুফল পাওয়া যাবে না। এক্ষেত্রে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।
পরিদর্শনের সময় মেয়র নিজ চোখে দেখেন, এক ভবনের জানালা থেকে নালায় ময়লা ফেলা হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি মোবাইল ফোনে ভবন মালিককে কল করে সতর্ক করেন। এ সময় নালায় বাসার ময়লা ফেলার বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে মেয়র বলেন, এ ধরনের কাজের জন্য ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানা করা হবে। কারণ এসব ময়লা জলাবদ্ধতার অন্যতম কারণ। জমে থাকা পানিতে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হচ্ছে, যার ফলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, শহরকে পরিষ্কার, স্বাস্থ্যকর ও নিরাপদ রাখতে হলে আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। সম্মিলিত সচেতনতাই পারে চট্টগ্রাম নগরকে সত্যিকার অর্থে বসবাসযোগ্য করে তুলতে।
মেয়র বলেন, বর্ষায় নগরীর সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, তা সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে। অনেক নালা অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় পানি ঠিকভাবে নিষ্কাশন হচ্ছে না। এ কারণে আগামী তিন মাস ধারাবাহিকভাবে নালা সংস্কারের কাজ চলবে। খাল সংস্কার কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার জলাবদ্ধতা নিরসনে সেবা প্রদানকারী সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সভা হয়েছে। আমরা এখন একটি কন্টিনিউয়াস মনিটরিংয়ে আছি। বর্ষায় সৃষ্ট খানাখন্দযুক্ত সড়কগুলো দ্রুত সংস্কার করা হচ্ছে। জোয়ারের পানির বিষয়টি বিবেচনায় রেখে পানি উন্নয়ন বোর্ডকে সুইস গেট ব্যবস্থাপনা ও পাম্পিং হাউস স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ওয়াসাকে বর্ষা মৌসুমে সড়ক কাটার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পরিদর্শনে মেয়রের সঙ্গে ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত