ঋণ পরিশোধের দোয়া

| আপডেট :  ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০  | প্রকাশিত :  ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০

প্রয়োজনগ্রস্ত ব্যক্তিদের ঋণ দেওয়া অনেক সওয়াবের কাজ। হাদিসে একে ‘করজে হাসানা’ বলা হয়েছে। কাউকে ঋণ প্রদানের পর তা পরিশোধ হলে দোয়া করা চাই। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) হকদার ব্যক্তির হক পরিশোধ করার পর এই দোয়া পড়তে শিখিয়েছেন—‘আউফাইতানি আউফাল্লাহু বিকা’, অর্থাৎ, ‘তুমি আমার ঋণ পরিশোধ করেছ। আল্লাহ তোমাকে সওয়াব দান করুন।’ এরপর নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, যে উত্তম রূপে পাওনা আদায় করে।’ (বোখারি: ২৩০৫)

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত