খুলনার আন্দোলন সারা দেশে অনুপ্রেরণা জুগিয়েছে : ডিসি সাইফুল

| আপডেট :  ০৫ আগস্ট ২০২৫, ০৯:০৭  | প্রকাশিত :  ০৫ আগস্ট ২০২৫, ০৯:০৭

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন খুলনার আন্দোলন ছিল অমূল্য। সারা দেশে খুলনার আন্দোলন অসীম অনুপ্রেরণা জুগিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) খুলনায় সংবর্ধনা, জুলাই স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা রাজনৈতিক নেতারাসহ সংশ্লিষ্ট সবার সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন, গত বছর আজকের এদিনে দেশের আপামর জনতা যে আকুতি প্রত্যাশা ও আশা নিয়ে ঢাকাসহ ৬৪ জেলার মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছিল, বুকের তাজা রক্ত দিয়েছিল সেই আকুতি আজ পূরণ হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রতি আপনাদের যে সম্প্রীতি ও একাত্মতা রয়েছে আমরা এই একাত্মাকেই সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

জুলাই স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে খুলনার শহীদ জুলাই যোদ্ধা সাকিব রায়হানের বাবা অশ্রুসিক্ত চোখে বলেন, সাকিবের বন্ধু তাকে বলেছিল, তুই এই আন্দোলনে যাচ্ছিস যদি তোর কিছু তোর কিছু হয়ে যায়? তখন সাকিব বলেছিল, আমার কিছু হলেও আমার মা-বাবাকে দেখার জন্য তাদের আরেকটা ছেলে আছে। কিন্তু, আমরা আন্দোলনে গেলে এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হবে, দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচবে।

অনুষ্ঠানে উপস্থিত জুলাই যোদ্ধারা বলেন, আমরা প্রশাসনকে বলতে চাই, জুলাই বিপ্লব এবং শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী আপনারা রাষ্ট্র পরিচালনা করুন। জুলাই স্প্রিটকে ধারণ করে যদি রাষ্ট্র পরিচালনা করতে না পারেন তাহলে চেয়ার ছেড়ে দেন। জুলাই বিপ্লবের চেতনাকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যার পক্ষে ছিল তাদের বিরুদ্ধে আমরা কোনো আপস করব না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার, মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম, খুলনা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেনসহ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে খুলনার পাঁচ শহীদের পরিবার ও সাধারণ ছাত্র-জনতা প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত