ফরিদপুরে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, থানায় জিডি
ফরিদপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে সদরের কানাইপুর ইউনিয়নে খাসকান্দি এলাকার সার্বজনীন শ্রীশ্রী কালী ও দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরের সভাপতি বাসুদেব বিশ্বাস জানান, ওই দিন রাত ১০টার দিকে পূজারি মন্দির থেকে বাড়িতে চলে যান। পরদিন সকালে ওই এলাকার বাসিন্দা ভজন শীল দেখতে পান মন্দিরের বিভিন্ন প্রতিমার কিছু অংশ ভাঙা।
মন্দিরের সাবেক সভাপতি শ্যামল দত্ত জানান, খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মন্দির পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা। রাতের আঁধারে ঘটনাটি ঘটেছে, আমরা কাউকে দেখিনি, তাই আমরা মামলা করিনি।
কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা ইন্সপেক্টর শেখর চন্দ্র মল্লিক বলেন, আমাদের পরামর্শে মন্দির কর্তৃপক্ষ বুধবার (৩০ জুলাই) একটি সাধারণ ডায়েরি করেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো মেরামত করে দেওয়া হবে। খরচ বহন করবে জেলা পুলিশ। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা বলেন, ‘মন্দিরের সামনে কোনো ফটক না থাকায় দুর্বৃত্তরা তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে পেরেছে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত