গাজায় মানবিক পরিস্থিতি সরেজমিন দেখতে যাচ্ছেন ট্রাম্পের দূত

| আপডেট :  ০১ আগস্ট ২০২৫, ১০:৪৬  | প্রকাশিত :  ০১ আগস্ট ২০২৫, ১০:৪৬

গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি ও খাদ্য সহায়তা কেন্দ্রগুলোয় ইসরায়েলি হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজা সফরে যাচ্ছেন।

শুক্রবার (১ আগস্ট) তিনি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে সঙ্গে নিয়ে গাজায় প্রবেশ করবেন এবং সেখানে খাদ্য সহায়তার বাস্তব পরিস্থিতি ঘুরে দেখবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, দূত গাজায় বিভিন্ন সহায়তা বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলবেন—তাদের দুর্দশা সরাসরি জানার জন্য। সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিস্থিতি জানিয়ে একটি চূড়ান্ত খাদ্য সহায়তা পরিকল্পনা উপস্থাপন করবেন উইটকফ।

এই সফরের ঠিক এক দিন আগেই ইসরায়েলি হামলায় গাজাজুড়ে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গত কয়েক সপ্তাহে দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে আরও দুই শিশুর মৃত্যুর খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বর্তমানে গাজায় দুর্ভিক্ষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৫৪ জনে, যাদের মধ্যে ৮৯টি শিশু। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মে মাস থেকে এ পর্যন্ত সহায়তা কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষারত অবস্থায় ১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

একই সময়ে জাতিসংঘ এবং স্বাধীন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইসরায়েলি অবরোধের ফলে গাজায় খাদ্য প্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে। তারা এটিকে পুরোদমে দুর্ভিক্ষ বলে আখ্যা দিয়েছেন।

এ পরিস্থিতিতে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন, গাজায় সত্যিকারের দুর্ভিক্ষ চলছে, যা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবির পুরোপুরি উল্টো।

এদিকে আন্তর্জাতিক চাপও বাড়ছে। সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। আগেই স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও ফ্রান্স এ পথে এগিয়েছে।

বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪২টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেপফুল বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন, গাজার মানবিক বিপর্যয় কল্পনার বাইরে।

তিনি আরও বলেন, ইসরায়েল সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, নইলে এই দুর্ভিক্ষ আরও ভয়াবহ বিপর্যয়ে রূপ নেবে।

সূত্র : আলজাজিরা

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত