ইরানের আবাবিল ড্রোন : মার্কিন নিষেধাজ্ঞার কবলে ৫ প্রতিষ্ঠান
ইরানের ড্রোন উন্নয়ন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি ইরানের সামরিক ড্রোন ‘আবাবিল’ তৈরি কার্যক্রমে সহযোগিতা করেছে। খবর শাফাক নিউজের।
নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো—ইরানের কন্ট্রোল আফজার তাবরিজ, প্রতিষ্ঠানটির পরিচালক জাভাদ আলিজাদেহ হোশ্যার, হংকংয়ের ক্লিফটন, তাইওয়ানের মেকাট্রন, চীনের গুমার্স ও এর সহযোগী প্রতিষ্ঠান চ্যাংঝু গুমার্স। এসব প্রতিষ্ঠান ইরানের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানানো হয়।
এর আগে যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার বিরুদ্ধে ‘অস্থিতিশীল তৎপরতা’র অভিযোগে একটি বিশাল তেল পরিবহন নেটওয়ার্কের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ট্রাম্প সরকারের পর এটিই ইরানের ওপর সবচেয়ে বড় পরিসরে নিষেধাজ্ঞা। এর লক্ষ্য হচ্ছে, ইরানি শাসকগোষ্ঠীর প্রভাব হ্রাস এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষা করা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত