নরসিংদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার পরিকল্পনা, অর্থায়ন ও নির্দেশদাতা শহিদুজ্জামান চৌধুরী শহিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে নরসিংদী সদর উপজেলার বটতলা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চৌধুরী বাড়ির পক্ষে কামরুজ্জামান চৌধুরী বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী ও নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শহিদুজ্জামান চৌধুরী শহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার পরিকল্পনা, অর্থায়ন ও নির্দেশদাতা। তিনি বিগত সময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। তার অত্যাচার নির্যাতনে চৌধুরী বাড়ির লোকজন অতিষ্ঠ।
তিনি বলেন, চৌধুরী বাড়ির লোকজন প্রতিবাদ করলে নরসিংদী জেলা বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন চৌধুরী সুমনের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন শহিদ। এরই প্রেক্ষিতে সম্প্রতি একটি অনলাইন পোর্টালে চৌধুরী সুমনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে একটি সংবাদ প্রকাশ করান। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে অভিযুক্ত শহিদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত