নিউইয়র্কের সেই বাংলাদেশি পুলিশের মরণোত্তর পদোন্নতি
উন্নত জীবনের আশায় বাংলাদেশি দিদারুল ইসলাম যখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, তখন তার বয়স মাত্র ২০ বছর। সেখানে তার পুলিশ ক্যারিয়ার শুরু হয় স্কুল সেফটি এজেন্ট হিসেবে। পরে নিয়মিত পেট্রল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু ২৮ জুলাই ম্যানহাটনের একটি অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে দিদারুল যখন নিহত হন, তখন তিনি ছিলেন এনওয়াইপিডি অফিসার।
নিউইয়র্কে বৃহস্পতিবার স্থানীয় সময় জানাজা শেষে দিদারুলকে দাফন করা হয় নিউ জার্সির টটোয়ার একটি বেসরকারি কবরস্থানে। এর আগে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশসহ বহু কর্মকর্তা, সহকর্মী, স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা।
জানাজার আগে এনওয়াইপিডির পক্ষ থেকে দিদারুলকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড’ পদে উন্নীত করা হয়।
এনওয়াইপিডির এক ফেসবুক পোস্টে বলা হয়, ‘নগর রক্ষায় নিজের সর্বস্ব দিয়ে গেছেন দিদারুল ইসলাম। তার এই আত্মত্যাগ ও সেবা স্মরণে তাকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেডে পদোন্নতি দিয়েছেন কমিশনার জেসিকা টিশ।’
এ সময় জেসিকা টিশ বলেন, ‘দিদারুল ছিলেন এক সত্যিকারের নায়ক। তিনি নায়কোচিতভাবেই আমাদের ছেড়ে গেছেন। শুধু নিউইয়র্ক নয়, বাংলাদেশও গর্ব করতে পারে তার ওপর।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত