আবারও সৈকতে ভেসে এলো মৃত ডলফিন, শরীরে আঘাতের চিহ্ন

| আপডেট :  ০১ আগস্ট ২০২৫, ০৪:১৬  | প্রকাশিত :  ০১ আগস্ট ২০২৫, ০৪:১৬

পটুয়াখালীর কুয়াকাটায় একদিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি মৃত ডলফিন। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে এটি মারা গেছে। প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের এ ডলফিনটির পুরো শরীরেরই চামড়া উঠানো, কিছু অংশ পচে গেছে, লেজ ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে সৈকতের মাঝি বাড়ি পয়েন্ট এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে। প্রথমে কুয়াকাটা পৌরসভার পরিছন্নকর্মীরা এটিতে দেখতে পায়। পরে বন বিভাগ ও পৌরসভার উদ্যোগে মাটিচাপা দেওয়া হয়েছে।

পরিবেশ কর্মী কেএম বাচ্চু বলেন, দুপুরের জোয়ারের সময় সমুদ্র কিছুটা উত্তাল ছিল। ধারণা করা হচ্ছে ঢেউয়ের তোড়ে ডলফিনটি তীরে ভেসে এসেছে। দেখে মনে হচ্ছে অন্তত ৩-৪ দিন আগে এটি মারা গেছে। ডলফিনটির পিঠ ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে।

ওয়ার্ল্ডফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এসব মৃত ডলফিনের কারণ অনুসন্ধানে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রে বিষক্রিয়ার চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে, ট্রলিং জেলেদের অসাবধানতা ও সমুদ্রে প্লাস্টিক বৃদ্ধির কারণে এদের মৃত্যু ঘটছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, সৈকত এলাকায় ডলফিন রক্ষায় আমরা কাজ করছি। তবে অনেক দিন পর এর দুটি মৃত ডলফিন তীরে ভেসে এসেছে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা মৃত্যুর কারণ নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করুক।

বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কুয়াকাটা পৌরসভার পরিছন্নকর্মীদের নিয়ে ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত