জাতিসংঘ মানবাধিকার কমিশন বাতিলের দাবিতে লাল কার্ড সমাবেশ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘লাল কার্ড সমাবেশ’ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন দেশের মূল্যবোধ, স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এ সময় তারা ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী আসিফ রায়হান বলেন, বাংলাদেশে কোনোভাবেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে কোনো ভুয়া কমিশন প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। অথচ ইউনূস সরকার অতি দ্রুত এটির অনুমোদন দিয়েছে, যা আমরা বাতিলের দাবি জানাই। যখন মানবাধিকার কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়, তখন থেকেই সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করছিল।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল সাহা শিবলু বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা এটি কোনো মানবাধিকার সংস্থা নয়। এখানে মানুষ মারা গেলে কোনো সমবেদনা প্রকাশ করা হয় না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত