ইসরায়েলের তিন অঞ্চলে একযোগে বেজে উঠল সাইরেন

| আপডেট :  ০২ আগস্ট ২০২৫, ০৭:৪৯  | প্রকাশিত :  ০২ আগস্ট ২০২৫, ০৭:৪৯

ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশেই ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার স্থানীয় সময় রাতে তেল আবিব, জেরুজালেম ও ডেড সি অঞ্চলে একযোগে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। এরপর ইসরায়েলি বিমান বাহিনী জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, গত এক মাসে ইয়েমেন থেকে এ নিয়ে ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এদিকে হুতি যোদ্ধারা আনসারুল্লাহ নামেও পরিচিত। তারা হামলার দায় স্বীকার করে জানায়, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে তারা এখন পর্যন্ত ইসরায়েলের দিকে ৬৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৮টি অস্ত্রসজ্জিত ড্রোন ছুড়েছে।

তবে সর্বশেষ এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র : শাফাক নিউজ
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত