বিদ্যুতের খুঁটি টানার তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটি টানার তারে জড়িয়ে পাঁচ শিশু আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও জঙ্গলবিলাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, হাটগাঁও এলাকার ফারুক হোসেনের ছেলে নিরব (১২), একই এলাকার শফিকুল ইসলামের ছেলে কোরবান (১৩), আবুল কালামের ছেলে আলিফ (১৩), আনোয়ার হোসেনের ছেলে কামিন অভি (১৩) এবং একরামুল হকের ছেলে আশিক (১৩)।
স্থানীয়রা জানান, সকালে শিশুরা বাড়ির পাশে জঙ্গলবিলাস মাঠে ছাগল বাঁধতে যায়। ছাগল বেঁধে বাড়ি ফেরার পথে তারা পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে জোরে শব্দ শুনতে পেলে কৌতূহলী হয়ে এগিয়ে যায়। খুঁটির কাছে গেলে খুঁটির সঙ্গে যুক্ত টানা অ্যালুমিনিয়াম তারে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিশু গুরুতর আহত হয়। আহত শিশুদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য একজনকে ঠাকুরগাঁও জেলা আধুনিক সদর হাসপাতালে ও বাকি চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয় বাসিন্দা হানিফ হোসেন বলেন, পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য আমরা বহুবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। আজ তাদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
রাণীশংকৈল পল্লী বিদ্যুতের জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী ফিরোজ কবির বলেন, সকালে হাটগাঁও এলাকায় বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরে ত্রুটি শনাক্ত করতে বিদ্যুৎ চালু করলে খুঁটির কাট আউট ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক। তবে পল্লী বিদ্যুতের অবহেলার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সুকৌশলে বিষয়টি এড়িয়ে যান।
রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এনামুল হক বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বিষয়টি সম্পর্কে জানাবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত