এক বছর আগে সর্বশেষ ম্যাচ খেলা ক্রিকেটারকে বর্ষসেরার খেতাব দিল প্রোটিয়ারা

| আপডেট :  ০২ আগস্ট ২০২৫, ১১:১১  | প্রকাশিত :  ০২ আগস্ট ২০২৫, ১১:১১

এক বছর ধরে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি না খেলেও বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব জিতেছেন আনরিখ নরকিয়া। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (CSA) বার্ষিক পুরস্কার বিতরণীতে ২০২৫ সালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হয়েছে এই গতিতারকাকে।

নরকিয়া সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে হারলেও দক্ষিণ আফ্রিকার হয়ে পুরো আসরে দারুণ পারফরম্যান্স করেন তিনি। ৬ ম্যাচে ১৩.৪০ গড়ে নেন ১৫ উইকেট, ইকোনমি মাত্র ৫.৭৪। তার নিউইয়র্কে শ্রীলঙ্কার বিপক্ষে ৪/৭ বোলিং ফিগারটি এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা স্পেল হিসেবে বিবেচিত।

বিশ্বকাপের পর থেকেই ইনজুরি পিছু ছাড়েনি নরকিয়ার। পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে খেলতে পারেননি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। এরপরও ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন। কিন্তু ফাইনালের পর ফের পড়েন চোটে—নেট অনুশীলনে পায়ের আঙুল ভেঙে যায়।

এরপর ফের পিঠের ইনজুরিতে ছিটকে যান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকেও। এ বছর কেবল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি ম্যাচ খেলতে দেখা গেছে তাকে। যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটেও অংশ নেননি।

বার্ষিক পুরস্কারে নরকিয়ার পাশাপাশি স্বীকৃতি পেয়েছেন আরও কয়েকজন পারফর্মার:

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) জয়ে তার অবদান ছিল অনন্য।

সদ্য অবসর নেওয়া হাইনরিখ ক্লাসেন হয়েছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স তাকে এনে দিয়েছে এই পুরস্কার।

কেশব মহারাজ হয়েছেন বর্ষসেরা ক্রিকেটার (সর্বমোট)। তিন ফরম্যাটেই তার ধারাবাহিক পারফরম্যান্স বিশেষ করে টেস্ট ও টি-টোয়েন্টিতে ছিল নজরকাড়া।

মাঠে না থেকেও একটি বড় টুর্নামেন্টে নিজের উপস্থিতি দিয়ে পুরো বছরের পারফরম্যান্সকে ছাপিয়ে গেছেন আনরিখ নরকিয়া। তার বোলিং দক্ষতা ও টুর্নামেন্টের প্রভাবের কারণে দক্ষিণ আফ্রিকা তাকে যে স্বীকৃতি দিয়েছে, তা হয়তো আবারও প্রমাণ করে দেয়—সময়মতো পারফর্ম করাই সবচেয়ে বড় মাপকাঠি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত