যুদ্ধ নিয়ে ভয়ংকর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান
ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হুঁশিয়ার করে বলেছেন, গাজায় হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। তিনি হুমকি দিয়ে বলেন, অবরুদ্ধ উপত্যকায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে।
শনিবার (২ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে- গাজায় ৪৯ জন বন্দী রয়ে গেছে। যার মধ্যে মাত্র ২২ জন জীবিত বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে সেনাপ্রধান ইয়াল জামির বলেন, আমি অনুমান করি যে আগামী দিনে আমরা জানতে পারব- আমরা আমাদের জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে পারি কি না। যদি না হয়, তাহলে যুদ্ধ অব্যাহত থাকবে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, বেইত হানুনে হামাস সদস্যরা আত্মসমর্পণ করেছে। এর প্রমাণস্বরূপ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ একটি ভিডিও শেয়ার করেছেন।
দৃশ্যত আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যায়, ধ্বংসস্তূপবিশিষ্ট এলাকা থেকে তিনজন ব্যক্তি বেরিয়ে এসে হাঁটু গেড়ে বসে তাদের হাত উপরে তুলে ধরেন। এক্স-তে ভিডিওটির সাথে শেয়ার করা একটি পৃথক ছবিতে দেখা যাচ্ছে, তিনজন নিরস্ত্র পুরুষের একটি দল কেবল অন্তর্বাস পরা।
কাটজ পোস্টে লিখেছেন, তারা সুড়ঙ্গ থেকে ধ্বংসপ্রাপ্ত শহরে বেরিয়ে আসছে… (ইসরায়েলি সামরিক বাহিনী) মাটির উপরে এবং নিচে উভয় লক্ষ্যবস্তু ধ্বংস করছে।
শনিবার ইসরায়েলি বাহিনী উপত্যকাজুড়ে একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়ার সময় তার দাবিটি পোস্ট করা হয়। এ দিন ত্রাণকেন্দ্রসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, দিনের সব হিসাব এখনও সমন্বয় করার কাজ শেষ করতে পারেনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত