ফিট থাকতে ঘুম থেকে উঠে যে ৫ কাজ অবশ্যই করবেন

| আপডেট :  ০৩ আগস্ট ২০২৫, ১০:০১  | প্রকাশিত :  ০৩ আগস্ট ২০২৫, ১০:০১

দিনটা যেমনভাবে শুরু করবেন আপনার শরীর আর মন সেভাবেই চলবে সারাদিন। তাই শুধু ডায়েট আর ব্যায়ামে নয়, সকালে ঘুম থেকে ওঠার পর কিছু ছোট ছোট অভ্যাসই আপনার ফিটনেস ধরে রাখতে বড় ভূমিকা নিতে পারে। ওজন কমানো হোক বা সুস্থ থাকা—সঠিকভাবে দিন শুরু করাটাই সবচেয়ে জরুরি।

চলুন জেনে নিই, ঘুম থেকে উঠে এমন ৫টি সহজ কাজ যা আপনার শরীরকে রাখবে চাঙ্গা ও সুস্থ, আর ওজন কমাতেও সাহায্য করবে।

১. দিনটা শুরু করুন এক গ্লাস ডিটক্স পানীয় দিয়ে

সকালে ঘুম ভাঙার পর খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি খান। চাইলে তাতে অল্প লেবুর রস বা সামান্য দারুচিনির গুঁড়ো মেশাতে পারেন। এতে শরীর পরিষ্কার হয়, হজমশক্তি বাড়ে আর সারা শরীর হাইড্রেটেড থাকে।

২. সকালের নাশতা বাদ দেওয়া চলবে না

কতই তাড়া থাক, ব্রেকফাস্ট বাদ দেওয়া একদম ঠিক নয়। পেট ভরে ও পুষ্টিকর খাবার খেতে হবে। প্রোটিন আর ফাইবারযুক্ত খাবার রাখুন যেমন—সিদ্ধ ডিম, ওটস, চিয়া সিডস, টকদই, আটার রুটি ইত্যাদি। এতে পেট ভরেও থাকে, ওজন কমাতেও সাহায্য করে।

৩. চিনি আর ময়দা থেকে দূরে থাকুন

সকালের খাবারে বা চায়ের সঙ্গে চিনির ব্যবহার একদম কমিয়ে দিন। একইভাবে ময়দার তৈরি খাবার যেমন পাউরুটি, বিস্কুট—এগুলোও এড়িয়ে চলুন। এগুলো রক্তে শর্করার মাত্রা বাড়ায় আর ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়ায়।

৪. চা-কফি খাবেন, তবে সময় বুঝে

দিন শুরু করার জন্য অনেকেই চা বা কফি খেতে ভালোবাসেন। কিন্তু খালি পেটে খাবেন না। এতে স্ট্রেস হরমোন বেড়ে যায়। বরং ভালোভাবে নাশতা করে তার পর চা বা কফি খান—তাহলেই শরীর ঠিকভাবে গ্রহণ করতে পারবে।

৫. সকালের রোদে কিছুক্ষণ হাঁটুন

সকাল সকাল রোদে ১০ মিনিট হাঁটলে শরীর ভিটামিন ডি পায়। এতে শরীরের জৈবিক ঘড়ি সঠিকভাবে কাজ করে, মানে আপনার ঘুম, হজম আর হরমোন—সবই একটা সঠিক ছন্দে চলে। আর হ্যাঁ, ভিটামিন ডি ওজন কমাতে সাহায্য করে এমন হরমোনকেও সক্রিয় করে।

রাতে ঠিক সময়ে ঘুমানো আর সকালে ঘুম থেকে উঠে এই ৫টা ছোট অভ্যাস গড়ে তুললে, আপনি অনেকটাই ফিট থাকতে পারবেন—ডায়েট বা জিমে না গিয়েও! শুধু নিয়মিত থাকলেই সুফল মিলবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত