চোখের ক্যানসারে আক্রান্ত কিনা বুঝতে পারবেন মোবাইলের ফ্লাশেই

| আপডেট :  ০৩ আগস্ট ২০২৫, ০৯:১০  | প্রকাশিত :  ০৩ আগস্ট ২০২৫, ০৯:১০

ছবি তোলার সময় কি কারও চোখে ফ্ল্যাশের আলোয় সাদা রঙের প্রতিফলন লক্ষ করেছেন? সাধারণত চোখে ফ্ল্যাশ পড়লে লালচে বা সবুজাভ আলো দেখা যায়। কিন্তু যদি আলোটা একেবারে সাদা দেখায়, সেটাকে মোটেই হালকাভাবে নেওয়া উচিত নয়।

চিকিৎসকরা বলছেন, এটি হতে পারে একধরনের চোখের ক্যানসার— রেটিনোব্লাসটোমা’র প্রথম লক্ষণ। বিশেষ করে শিশুদের মধ্যে এই ক্যানসারটি বর্তমানে বেশি দেখা যাচ্ছে।

এই রোগ সাধারণত চোখের রেটিনা থেকে শুরু হয়। রেটিনায় কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে ধীরে ধীরে তা পুরো চোখে ছড়িয়ে পড়ে। যদিও শিশুদের মধ্যেই এটি বেশি দেখা যায়, তবে যে কোনো বয়সেই হতে পারে। অনেক সময় দু’চোখেই একসঙ্গে এই সমস্যা দেখা দেয়।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা (NHS) জানায়, রেটিনোব্লাসটোমার আরও কিছু লক্ষণ রয়েছে যেমন—

– চোখের রঙ হঠাৎ বদলে যাওয়া

– চোখ ফুলে ওঠা

– চোখে ব্যথা বা স্থায়ী অস্বস্তি

– অস্বাভাবিকভাবে চোখ লাল হওয়া বা বারবার পানি পড়া

ছোট শিশুরা এসব বলেও বোঝাতে পারে না, তাই বাবা-মা ও অভিভাবকদের বাড়তি সচেতন থাকতে হবে। ছবি তোলার সময় এমন অস্বাভাবিক কিছু চোখে পড়লে কিংবা চোখে ব্যথা বা অস্বস্তির লক্ষণ দেখা দিলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

সময়মতো চিকিৎসা শুরু হলে রেটিনোব্লাসটোমা অনেক ক্ষেত্রেই সারিয়ে তোলা সম্ভব।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত