২০২৪ সালের ছাত্র আন্দোলন স্মরণে ইউল্যাবে ‘রিমেম্বারিং দ্য জুলাই’

| আপডেট :  ০৩ আগস্ট ২০২৫, ০২:১৫  | প্রকাশিত :  ০৩ আগস্ট ২০২৫, ০২:১৫

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২০২৪ সালের ছাত্র আন্দোলনের এক বছর পূর্তিতে ‘রিমেম্বারিং দ্য জুলাই’ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করে। ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

আলোচকরা বিগত আন্দোলনের প্রেক্ষাপট, শিক্ষার্থীদের দাবিসমূহ এবং এসব ঘটনার সামাজিক ও মানসিক প্রভাব নিয়ে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গত বছরের অভিজ্ঞতা কীভাবে তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে, সে বিষয়েও মতামত দেন।

আলোচনায় অংশ নেন প্রফেসর সুমন রহমান, ডিন, স্কুল অব সোশ্যাল সায়েন্স; প্রফেসর আজফার হোসেন, সামার ডিস্টিংগুইশড প্রফেসর, ইংরেজি ও মানবিক বিভাগ; সৈয়দা সাদিয়া মেহজাবিন, সিনিয়র লেকচারার, স্কুল অব সোশ্যাল সায়েন্স; ওলিউর রহমান সান, লেকচারার, ইংরেজি ও মানবিক বিভাগ; এবং মি. অপূর্ব জাহাঙ্গীর, ডেপুটি প্রেস সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত