নিউজের প্রকাশে মন্ত্রণালয় থেকে কল দেওয়া হয় না : তথ্য উপদেষ্টা

| আপডেট :  ০৩ আগস্ট ২০২৫, ০৯:০৭  | প্রকাশিত :  ০৩ আগস্ট ২০২৫, ০৯:০৭

গণমাধ্যমে সংবাদ প্রচার এবং বন্ধের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় থেকে কোনো প্রভাব থাকে না বলে দাবি করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে জুলাই আন্দোলনে কারফিউর সময় সাংবাদিকতা খুবই একপাক্ষিক হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

রোববার (৩ আগস্ট) বিকালে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা মাহফুজ বলেন, আমরা মন্ত্রণালয় থেকে কাউকে কল দিই না, কাউকে বাধ্যও করি না কোনো কিছুর প্রচার বা লেখার ক্ষেত্রে। তবে গত ছয় মাসে অনেকগুলো হাউস গণ-অভ্যুত্থানের চেতনা ও ঐক্যকে ভন্ডুল করতে কাজ করছে।
 
তিনি বলেন, কারফিউর সময় সাংবাদিকতা খুবই একপাক্ষিক হয়েছিল। বিটিভি আর আগুনসন্ত্রাস দেখাতেই ব্যস্ত ছিল টিভি চ্যানেলগুলো। তবে সে ক্ষেত্রে বেশ কিছু পত্রিকা ভালো কাজ করেছে, সত্য তুলে ধরার চেষ্টা করেছে।

দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করারও তাগিদ দেন তথ্য উপদেষ্টা।

সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজ বোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি সাংবাদিকদের চাইলেই চাকরিচ্যুত করাকে কীভাবে রোধ করা যায়, সে বিষয় নিয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের বেতন যদি না দেওয়া হয়, সেসব হাউস নিয়ে কী করা যায়, সেই বিষয়টি আমরা দেখব। সাংবাদিকদের হাউসের মালিকানা বা অংশ বা অন্য কোনো সুবিধা দেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বড় ভূমিকা পালন করেছেন। এ জন্য তাদের কল্যাণে সাংবাদিক সংগঠনসহ নিজ নিজ মিডিয়া হাউসকে কাজ করার আহ্বান জানাই।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত