এসিইউ কাউন্সিলের সদস্য হলেন বাউবির ভিসি ওবায়দুল ইসলাম

| আপডেট :  ০৪ আগস্ট ২০২৫, ০৮:২০  | প্রকাশিত :  ০৪ আগস্ট ২০২৫, ০৮:২০

আন্তর্জাতিকভাবে পরিচিত সংস্থা অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) কাউন্সিল সদস্য হিসেবে মনোনীত হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে একটি বড় অর্জন।

বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর ৪০০টিরও বেশি সদস্য রয়েছে, যা কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে।

এই বছর এসিইউ কাউন্সিলের সদস্য হিসেবে যুক্তরাজ্য, কানাডা, শ্রীলঙ্কা, নামিবিয়া এবং বাংলাদেশ থেকে মোট পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। তিনি ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। এই সময়ে তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্ব করবেন।

বাগেরহাটের মোরেলগঞ্জের কৃতী সন্তান অধ্যাপক ওবায়দুল ইসলাম ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। তার নেতৃত্বে এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়কে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

বাউবিতে যোগদানের আগে অধ্যাপক ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ৩১ বছর অধ্যাপনা করেন। তিনি জাপান থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং জার্মানি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন।

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে নতুন গৌরব যোগ করেছে। বাউবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা এই অর্জনে গর্বিত ও আনন্দিত। বিশ্ববিদ্যালয় পরিবার তার দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত