খালি পেটে এই ৪ খাবার খেলেই বিপদ

রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল উঠে পড়া শরীরের জন্য খুব ভালো। কিন্তু ঘুম থেকে উঠেই ৪টি খাবার খেলে বিপদ হতে পারে।
জেনে নিন ৪টি খাবার সম্পর্কে। যেগুলো ডাক্তাররা খালি পেটে খেতে মানা করেন।
১. মসলাদার খাবার : এই খাবার খালি পেটে খেলে পাকস্থলীর ভেতর জ্বালাপোড়া বা আলসারের সমস্যা হতে পারে। এ ধরনের খাবার পেটে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়।
২. দই বা দুধ জাতীয় খাবার : খালি পেটে দই বা দুধ খেলে পাকস্থলীর অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডের কার্যকারিতা কমিয়ে দেয়, যা হজমে সমস্যা সৃষ্টি করতে পারে।
৩. টকজাতীয় ফল : লেবু, কমলা, আনারস ইত্যাদি টকজাতীয় ফল খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এগুলোর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর এসিডের পরিমাণ বাড়িয়ে দেয়, যা পেটের অস্বস্তি সৃষ্টি করতে পারে।
৪. চিনি বা মিষ্টিজাতীয় খাবার : খালি পেটে চিনি বা মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে। এটি শরীরের ইনসুলিন ভারসাম্য নষ্ট করতে পারে এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।
পরামর্শ
খালি পেটে এমন খাবার খাওয়া উচিত যা সহজে হজম হয় এবং পেটকে আরাম দেয়, যেমন কলা, ভিজানো বাদাম বা ওটস।
এগুলো শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত