লাঠি হাতে মেডিকেলের শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবক আটক

| আপডেট :  ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৪০  | প্রকাশিত :  ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৪০

রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে হঠাৎ ঢুকে পড়া সেই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে আটক করার কথা জানিয়েছেন ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান। তবে প্রাথমিকভাবে যুবকের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এর আগে রোববার (২৭ অক্টোবর) সকালে কলেজের লেকচার গ্যালারিতে ক্লাস চলাকালীন লাঠি হাতে মাথায় কালো কাপড় বাধা এক যুবক ঢুকে পড়েন। এ সময় তিনি চিৎকার করে কিছু বলছিলেন ও লাঠি দিয়ে মেঝেতে আঘাত করছিলেন।

এ ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা আলোচনার সৃষ্টি হয়।

ওসি এনামুল হাসান বলেন, ওই যুবককে আটক করে কিশোরগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। আমার থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে তাকে নিয়ে আসার জন্য। তাকে আনার পর বিস্তারিত জানা যাবে।

এদিকে, এই যুবককে ‘মানসিক ভারসাম্যহীন’ দাবি করে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে রোববার রাতেই সাধারণ শিক্ষার্থীরা একটি বিবৃতি দেন।

ওই যুবক মানসিক ভারসাম্যহীন কি না জানতে চাইলে ওসি বলেন, কলেজের পক্ষ থেকে তাকে মানসিক ভারসাম্যহীন বলা হয়েছে। এখন তাকে আনার পর কথাবার্তা বললে বা পরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত