তারকারা অজান্তেই নিজস্ব সত্তা হারিয়ে ফেলেন : সোনাক্ষী সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যিনি সিনে-ইন্ডাস্ট্রিতে নিজেকে অভিনেত্রীর থেকে বাস্তববাদী মানুষ হিসেবে বেশি প্রতিষ্ঠিত করেছেন। তিনি মনে করেন- অনেক তারকাই অজান্তে হারিয়ে ফেলেন তাদের নিজেদের নিজস্ব সত্তা, শুধু ভিন্ন ভিন্ন মুখোশে বেঁচে থাকার চেষ্টায়।
ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, তিনি এমনটা হতে চান না। তিনি বিশ্বাস করেন, একজন মানুষ যেমন, সেভাবেই নিজেকে সবার সামনে তুলে ধরা উচিত।
তিনি আরও বলেন,’আপনি যদি একটি মুখোশ ধরে রাখেন, তাহলে সব শক্তি সেটি ধরে রাখতেই খরচ হয়ে যায়। আমি সেভাবে শক্তি নষ্ট করতে চাই না।’
নিজের নতুন ইউটিউব চ্যানেল নিয়েও সোনাক্ষীর ভাবনা একই রকম। যদিও দীর্ঘ ভিডিও কন্টেন্ট তৈরি তার জন্য নতুন, তবুও এই প্ল্যাটফর্মটি তাকে তার ভক্তদের সঙ্গে সরাসরি এবং কোনো ফিল্টার ছাড়াই যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে।
অভিনেত্রী বলেন, ‘যখন আপনি এমন কিছু খুঁজে পান যা কাজ বা চাপের মতো মনে হয় না, তখন এটি মজার হয়ে যায়।’ সোনাক্ষী আরও জানান, ইউটিউবে তিনি যতটা দেখাতে চান, ততটুকুই দেখান। এটি তার জীবনের একটি ছোট অংশমাত্র। তার কাছে ইউটিউব হলো নতুন ধরনের জনসংযোগ (পিআর) মাধ্যম। এর মাধ্যমে তিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করেন, যেভাবে তিনি চান, অন্যেরা তাকে যেভাবে দেখতে চায় সেভাবে নয়।
সোনাক্ষীর ইউটিউব ভিডিওতে তার স্বামী, অভিনেতা জাহির ইকবালকে প্রায়ই দেখা যায়। সম্প্রতি সোনাক্ষী জানান, জাহিরের সহজ-সরল দৃষ্টিভঙ্গি পাপারাজ্জিদের প্রতি তার নিজের মনোভাবও পরিবর্তন করে দিয়েছে। তিনি বলেন, ‘আমি যখন বাইরে যাই, তখন ছবি তুলতে চাই না। কারণ সেটা আমার একান্ত ব্যক্তিগত সময়।’
জাহিরের ইতিবাচক মনোভাবের কথা বলতে গিয়ে সোনাক্ষী বলেন, ‘তার দৃষ্টিভঙ্গি হলো, অভিযোগ করার পরিবর্তে বরং একটা ছবি তুলে চলে যাই। জাহির খুব ইতিবাচক একজন মানুষ। ওর কারণেই আমি আরও ভালো মানুষ হয়েছি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত

