ছিনতাইয়ের ২ ঘণ্টার মধ্যে অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামে নগরীতে সিএনজিচালিত অটোরিকশা চুরি হওয়ার দুই ঘণ্টা পর উদ্ধার করে আস্থার জায়গা করে নিচ্ছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ভোররাত আনুমানিক ৪টার সময় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় মনির নামের এক অটোরিকশাচালক ছিনতাইয়ের কবলে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র দুই ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ওয়ারিদ কুদ্দুস আকিব (২০), মো. সাইফুদ্দীন ওরফে সাবু (২৮) এবং নোয়েল ডায়েস (২৪)।
পুলিশ জানায়, অটোরিকশাচালক মনির হোসেন পাথারঘাটার বংশাল রোড থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে পৌঁছে দেন। ভাড়া নেওয়ার সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীসহ তিন যুবক চালক মনির হোসেনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তারা সিএনজি, একটি বাটন মোবাইল ফোন, নগদ টাকা এবং বিভিন্ন কাগজপত্র লুট করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যায়।
নগরবাসীর প্রত্যাশা, চুরি হওয়ার দুই ঘণ্টা পর পুলিশ সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করতে সক্ষম হলে পুরো নগরীতে চুরি, ছিনতাই, ডাকাত, প্রতারক ইত্যাদি চক্রের সদস্যদের গ্রেপ্তার করা তাদের একদিনের কাজ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, ছিনতাইয়ের দুই ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে তিন ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত

