যমুনা সেতুতে কাভার্ডভ্যান-ট্রাক-পিকআপের সংঘর্ষ

| আপডেট :  ২৪ আগস্ট ২০২৫, ০১:২০  | প্রকাশিত :  ২৪ আগস্ট ২০২৫, ০১:২০

সিরাজগঞ্জে যমুনা সেতুতে কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। রোববার (২৪ আগস্ট) ভোরে যমুনা সেতুর সিরাজগঞ্জমুখী লেনে ২৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন কাভার্ডভ্যান চালকের সহকারী রংপুর জেলার গঙ্গাচরা থানার গজঘণ্টা গ্রামের আজহারুলের ছেলে তাজিম (২২) ও চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে জাহিদ (৩০)।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান যমুনা সেতুর ২৪ নম্বর পিলারের কাছে এলে চালক ঘুমন্ত অবস্থায় ব্রেক করে। এ সময় পেছনে থাকা অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে সামনের কাভার্ডভ্যানটি দ্রুত চলে যায়। মাঝের কাভার্ডভ্যানের পেছনে থাকা কুরিয়া সার্ভিসের পিকআপভ্যান ধাক্কা দেয় এবং এর পেছনে একটি সিমেন্টবোঝাই ট্রাক ফের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর প্রায় ৪৫ মিনিট যমুনা সেতুর ঢাকা-উত্তরবঙ্গ লেন বন্ধ হয়ে যায়। ফলে ওই লেনে যানজটের সৃষ্টি হয়। রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত