যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটের মাঠে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দ্বীপের সমুদ্রতীরবর্তী একটি রিসোর্ট শহরের মাঠে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর জরুরি পরিসেবাগুলো ঘটনাস্থলে এসে স্থানীয়দের এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানায়।
পুলিশ জানিয়েছে, আজ সকালে শ্যাঙ্কলিন রোডের কাছে একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বর্তমানে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং নাগরিকদের এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটের দিকে একটি হেলিকপ্টার ভেন্টনরের কাছের একটি মাঠে বিধ্বস্ত হয়েছে।
হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্সে করে একজন চিকিৎসক ও বিশেষজ্ঞ প্যারামেডিকসহ জরুরি চিকিৎসা সহায়তা দল ঘটনাস্থলে মোতয়েন করেছে।
তবে হেলিকপ্টারে ঠিক কতজন যাত্রী ছিলেন কিংবা কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন : মানবদেহে বিশ্বের প্রথম মাংসখেকো মাছি শনাক্ত
প্রত্যক্ষদর্শী লেই গোল্ডস্মিথ আইল অফ ওয়াইট কাউন্টি প্রেসকে বলেন, শ্যাঙ্কলিনের দিকে গাড়ি চালানোর সময় তিনি হেলিকপ্টারটিকে ঘুরতে দেখেন, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিধ্বস্ত হয়।
গোল্ডস্মিথ বলেন, তিনিই প্রথম ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং বিমানে চারজন যাত্রী থাকতে দেখেছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত

 
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                    