পালানোর প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট?

| আপডেট :  ২৬ আগস্ট ২০২৫, ০৩:০২  | প্রকাশিত :  ২৬ আগস্ট ২০২৫, ০৩:০২

সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ওপর পুলিশের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রসিকিউটররা। অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টে তার বিচারের শেষ ধাপ চলছে। খবর এএফপির।

ওয়ার্কার্স পার্টির ককাস নেতা ডেপুটি লিন্ডবার্গ অভিযোগ করেন, বলসোনারোর ‘দেশত্যাগের সুনির্দিষ্ট ঝুঁকি’ রয়েছে।

প্রসিকিউটরদের নোটে পুলিশকে নির্দেশ দেওয়া হয়, নিষেধাজ্ঞার অধীনে থাকা এই সাবেক নেতাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে।

ফেডারেল পুলিশ জানিয়েছে, বলসোনারো আদালতের শর্ত ভেঙে আসামিদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সাও পাওলো ও রিও ডি জেনিরোর বিক্ষোভ সম্পর্কিত শত শত ভিডিও শেয়ার করেছেন।

এ ছাড়া, তারা ৩৩ পৃষ্ঠার একটি নথি উদ্ধার করেছে যাতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের কাছে রাজনৈতিক আশ্রয়ের অনুরোধের খসড়া ছিল। এটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে লেখা হয়, অভ্যুত্থান তদন্ত শুরু হওয়ার পরপরই।

তবে বলসোনারোর আইনজীবীরা দাবি করেন, ওই খসড়াকে পালানোর প্রমাণ হিসেবে ধরা যাবে না।

সুপ্রিম কোর্ট সেপ্টেম্বরে রায় দিতে পারে। দোষী সাব্যস্ত হলে বলসোনারোর সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত