এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

| আপডেট :  ২৬ আগস্ট ২০২৫, ০৬:৩৯  | প্রকাশিত :  ২৬ আগস্ট ২০২৫, ০৬:৩৯

দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার টি২০ ফ্রাঞ্চাইজি লিগ এসএ২০ ২০২৫-এর নিলামের জন্য ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নিজেদের নাম রেজিস্ট্রেশন করেছেন। আসরের নিলাম আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। তবে কোন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন, তা এখনও প্রকাশ করা হয়নি।

বিশ্বজুড়ে মোট ৭৮২ জন ক্রিকেটার এই নিলামে অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। তবে নিলাম থেকে দলগুলো নিতে পারবে মাত্র ৮৪ জনকে, অর্থাৎ প্রায় ৯০% ক্রিকেটার সুযোগ পাবে না। তাই প্রতিযোগিতা অত্যন্ত তীব্র হবে।

নাম লেখা ক্রিকেটারদের মধ্যে রয়েছে:

ইংল্যান্ড: ১৫৩
ওয়েস্ট ইন্ডিজ: ৫০
পাকিস্তান: ৪০
শ্রীলঙ্কা: ৩৬
আফগানিস্তান: ২৭
আমেরিকা: ২৪
ভারত: ১৩
সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড: ১১ করে

এছাড়াও নাম লেখা ক্রিকেটার রয়েছেন নামিবিয়া, নেপাল, ওমান, মালাউইসহ আরও ছোট ছোট দেশ থেকে। স্থানীয় হিসাবে অবশ্য দক্ষিণ আফ্রিকা সর্বাধিক, ৩২৮ জন।

বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার অবশ্যই আশা রাখছেন, তারা ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্তত একটি দলে জায়গা পেতে পারবেন। এসএ২০ দ্রুত বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠা টি২০ লিগ হওয়ায়, যদি বাংলাদেশের ২৩ জনের কেউ দল পায় তবে এটি বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ হিসেবে ধরা যেতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত