নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

| আপডেট :  ২৭ আগস্ট ২০২৫, ১২:০৫  | প্রকাশিত :  ২৭ আগস্ট ২০২৫, ১২:০৫

নবনিযুক্ত বিচারপতিদের মধ্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর কেউ না থাকার ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় যথাক্রমে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, ঊষাতন তালুকদার ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে সোমবার ২৫ জন বিচারপতি নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা। 

উপরোল্লিখিত প্রতিটি অঙ্গনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিত্বের যথেষ্ট অবস্থান থাকা সত্ত্বেও অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করা গেল যে, দেশের ১০ শতাংশ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর একজনও এই ২৫ জন নবনিযুক্ত বিচারপতির মধ্যে নেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত