ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

| আপডেট :  ২৭ আগস্ট ২০২৫, ১২:২৯  | প্রকাশিত :  ২৭ আগস্ট ২০২৫, ১২:২৯

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মাঠের আচরণ নিয়ে আবারও শুরু হলো বিতর্ক। রিয়ালের কিংবদন্তি খেলোয়াড় ও সাবেক ক্রীড়া পরিচালক পেদজা মিয়াতোভিচ মনে করেন, ভিনিসিয়ুসের আচরণ রিয়াল মাদ্রিদের জার্সির সঙ্গে মানানসই নয়। তাই আসন্ন মৌসুমেই তাকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

গত সপ্তাহে লা লিগায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমে গোল ও অ্যাসিস্টে অবদান রাখেন ভিনিসিয়ুস। অথচ এমন পারফরম্যান্সের পরও মিয়াতোভিচ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

স্প্যানিশ গণমাধ্যম এল লারগুয়েরোকে দেওয়া সাক্ষাৎকারে মিয়াতোভিচ বলেন, ‘ভিনি-রদ্রিগোর প্রতিযোগিতা ভালো হতে পারে, তবে তা কোচের জন্য সমস্যা তৈরি করতেও পারে। এখন রদ্রিগো দলে আছে, আর জাবি (আলোনসো) সবার মনোযোগ ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু ভিনির আচরণ বদলায় না। সে যেন লড়াই করেই নিজেকে মোটিভেট করতে চায়। রিয়াল মাদ্রিদের জার্সির সঙ্গে এই মানসিকতা যায় না। খেলোয়াড় হিসেবে সে দারুণ, তবে আমাদের ভাবতে হবে—এমন খেলোয়াড় দলে রাখা আসলেই কতটা মূল্যবান।’

ওসাসুনার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন ভিনিসিয়ুস। কিন্তু ওভিয়েদোর বিপক্ষে তাকে বেঞ্চে রেখে রদ্রিগোকে সুযোগ দেন কোচ জাবি আলোনসো। মাঠে নামার পরও অবশ্য নিজের মান প্রমাণ করতে ভুল করেননি ভিনি। গোল ও অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রাখেন।

কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে ছিলেন ম্যাচের মূল তারকা। তবে ভিনিসিয়ুসকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন রিয়ালের ভেতরকার পরিবেশকে অন্য রকম করে তুলছে। সমালোচকদের মতে, মাঠে দক্ষ হলেও ভিনির আচরণ ও মনোভাবই তাকে ঘিরে সবসময় অস্থিরতা তৈরি করছে।

লা লিগায় আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর আগেই ভিনিসিয়ুসকে নিয়ে এই সমালোচনা নতুন চাপ তৈরি করতে পারে স্প্যানিশ জায়ান্টদের জন্য।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত