আইপিএল থেকে অবসরের ঘোষণা তারকা স্পিনারের

| আপডেট :  ২৭ আগস্ট ২০২৫, ১২:০৭  | প্রকাশিত :  ২৭ আগস্ট ২০২৫, ১২:০৭

হঠাৎ করেই আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ২০০৯ সালে আইপিএল অভিষেকের পর ১৬ মৌসুম ধরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ভারতের অন্যতম সেরা তারকা এই স্পিনার। 

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আইপিএলে অশ্বিনের উইকেট ১৮৭টি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।

অশ্বিন লেখেন, ‘বিশেষ দিন, তাই বিশেষ শুরু। সবাই বলেন, প্রতিটি সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসেবে আমার অভিযান শুরু হচ্ছে।’ 

আইপিএল ও ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তারকা এই ক্রিকেটার আরও লেখেন, ‘এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা অর্জন করেছি তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত