বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

| আপডেট :  ২৭ আগস্ট ২০২৫, ০৪:৩৫  | প্রকাশিত :  ২৭ আগস্ট ২০২৫, ০৪:৩৫

হালকা চোটে ভোগা বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে সুসংবাদ দিয়েছেন ইন্টার মিয়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস। বুধবার রাতে অরল্যান্ডো সিটির বিপক্ষে লিগ কাপের সেমিফাইনালে লিওনেল মেসি ও জর্ডি আলবার খেলার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। তবে এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে।  

ডান পায়ের পেশিতে চোটের কারণে টাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি মেসি। একই ম্যাচে দ্বিতীয়ার্ধে হাঁটুর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আলবাকে। পুরোপুরি ফিট না থাকায় শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএস ম্যাচেও ছিলেন না তারা। 

তবে সুসংবাদ হলো,  গত দুই দিন মেসি ও আলবা দুজনই পুরো স্কোয়াডের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। ইন্টার মিয়ামির সহকারী কোচ বলেন, ‘জর্দি আর লিও আমাদের সঙ্গে অনুশীলন করেছে। তারা সম্পূর্ণ সেশন শেষ করেছে। ওদের অবস্থা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে তারা অনুশীলন করেছে এবং শেষ করতে পেরেছে, এটা ইতিবাচক দিক।’

বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে তিনি বলেন, ‘মেসি অনুশীলন করেছে, যা খুবই ইতিবাচক। আশা করি সে দলে থাকবে। তবে এ ধরনের ইনজুরির বিষয় প্রতিদিনই মূল্যায়ন করতে হয়। আমরা তার সর্বশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত