রোডম্যাপ কার্যকরের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

| আপডেট :  ২৮ আগস্ট ২০২৫, ১০:২৫  | প্রকাশিত :  ২৮ আগস্ট ২০২৫, ১০:২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে খেলাফত মজলিস। 

দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে রোডম্যাপ ঘোষণা দেওয়া হয়েছে তা কার্যকর হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এর পূর্বেই জাতীয় ঐকমত্যের আলোকে জুলাই সনদ ঘোষণা এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে তার আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। 

তিনি বলেন, পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নতুন বাংলাদেশে সবার। 

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বেই প্রয়োজনীয় সংস্কার জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এখনো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান নয়। গণঅভ্যুত্থান পরবর্তি বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কারের পক্ষে জনরায় শুরু থেকেই রয়েছে। সরকারকে জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত