বালু উত্তোলনের লাইভ প্রচার করায় নির্যাতন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের লাইভ প্রচার করায় ইব্রাহিম খলিল নামের একজনকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে খাসিয়ামারা নদীতে এ ঘটনা ঘটে। বালু উত্তোলনে জড়িত ব্যক্তি তাকে তুলে নিয়ে মারধর করে।
এ-সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ইব্রাহিম খলিলকে টেনেহিঁচড়ে একটি স্থানে নিয়ে যাচ্ছে। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করে আটকে রাখে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
ইব্রাহিম খলিল বলেন, দুদিন আগে জেলা প্রশাসক এসে ড্রেজার বন্ধের নির্দেশ দেন। কিন্তু আজ তারা আবার ড্রেজার দিয়ে বালু তুলছিল। আমি ভিডিও করতে গেলে জুয়েল, আঙ্গুর, আলমগীর আমার ওপর হামলা করে। আমাকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি কালবেলাকে বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। একজনকে মারধরের অভিযোগ রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন স্থানীয়রা। সম্প্রতি দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ অভিযান চালিয়ে তিনটি ড্রেজার জব্দ করেন এবং একজনকে আটক করেন। এ ছাড়া জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া নদী পরিদর্শন করে ড্রেজার বন্ধ রাখার নির্দেশ দেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত

 
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                    