বাংলাদেশ ম্যাচের আগে আফগান শিবিরে দুঃসংবাদ

| আপডেট :  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২  | প্রকাশিত :  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২

এশিয়া কাপের মাঝপথেই বড় ধাক্কা খেল আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের অভিজ্ঞ পেসার নাভিন উল হক কাঁধের চোটে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন। তার পরিবর্তে রিজার্ভ তালিকা থেকে সদ্য অভিষিক্ত তরুণ পেসার আবদুল্লাহ আহমাদজাইকে মূল দলে জায়গা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এশিয়া কাপে ঘোষিত দলে থাকা সত্ত্বেও ফিটনেস সমস্যার কারণে প্রথম ম্যাচে নাভিনকে একাদশে রাখা হয়নি। সোমবার বোর্ড নিশ্চিত করেছে, কাঁধের পুরনো ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় টুর্নামেন্টে আর তাকে পাওয়া যাচ্ছে না। এসিবির মেডিকেল টিম তাকে খেলার জন্য অনফিট ঘোষণা করেছে।

নাভিনকে দেশে ফিরিয়ে নেওয়া হবে, যেখানে তিনি নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। এশিয়া কাপে তাই আফগানিস্তানের পেস আক্রমণের দায়িত্ব এখন আরও বেড়ে গেল তরুণ আহমাদজাইয়ের কাঁধে।

এসিবির বিবৃতিতে বলা হয়, ‘আমরা নাভিন উল হকের দ্রুত সুস্থতা কামনা করছি এবং একই সঙ্গে আবদুল্লাহ আহমাদজাইয়ের জন্য শুভকামনা রইল বাকি ম্যাচগুলোতে।’

নাভিনের অভিজ্ঞতা ছাড়া এশিয়া কাপে লড়াই করা নিঃসন্দেহে আফগানিস্তানের জন্য বড় পরীক্ষাই হতে যাচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত