গোলের সহজ সুযোগ মিস করে পিচকে দুষলেন নেইমার

| আপডেট :  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪  | প্রকাশিত :  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সান্তোস অধ্যায় এখনো প্রত্যাশা পূরণ করতে পারেনি। সৌদি আরব ছেড়ে ভিলা বেলমিরোতে ফেরার পর থেকে তিনি দলের ত্রাতা হয়ে উঠতে পারছেন না। বরং অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচে দুইটি অবিশ্বাস্য সুযোগ নষ্ট করে সমালোচনার শিকার হলেন। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়লেও সান্তোস রয়ে গেছে অবনমনের শঙ্কায়—২২ ম্যাচে মাত্র ২৩ পয়েন্ট তাদের সংগ্রহ।

ম্যাচের শুরুতেই নেইমারের পা যেন থমকে গেল। মাত্র ছয় মিনিটে বক্সের ভেতর বল পেয়ে গেলেন ফাঁকায়, কিন্তু শটটি গেল সরাসরি গোলরক্ষক এভারসনের হাতে। বিরতির ঠিক আগে আবারও সোনালী সুযোগ মিস করেন তিনি। লাউতারো দিয়াজ দুর্দান্ত পাস সাজালেও নেইমার ছয় গজ বক্সের ভেতর বল ঠিকমতো পায়ে লাগাতে পারলেন না, বল গড়িয়ে চলে গেল তাঁর পায়ের ফাঁক দিয়ে।

দ্বিতীয়ার্ধে ইগর গোমেস গোল করে মিনেইরোকে এগিয়ে দেন। তবে ম্যাচের শেষদিকে টিকিনহো সয়ারেসের পেনাল্টিতে সমতা ফেরায় সান্তোস। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করে নেওয়াও তাদের অবস্থার তেমন উন্নতি করতে পারেনি।

ম্যাচ শেষে নেইমার ক্ষোভ উগরে দেন মাঠের মান নিয়ে। আগে তিনি বলেছিলেন সিনথেটিক টার্ফে খেলতে চান না, পরে সিদ্ধান্ত পাল্টালেও এখন আবার সমালোচনায় সরব। ইনস্টাগ্রামে লেখেন, ‘প্রমাণিত, সিনথেটিক টার্ফ আসলেই বাজে!’ সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত