নির্বাচন বানচাল করতেই টার্গেট কিলিং হচ্ছে : নাহিদ

| আপডেট :  ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৮  | প্রকাশিত :  ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘ওসমান হাদীকে যারা হত্যাচেষ্টা করেছে তাদের অতিদ্রুত গ্রেপ্তার করতে হবে। নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে। টার্গেট কিলিংয়ের সঙ্গে জড়িত প্রশাসন, সরকারের ভেতরের বাইরের সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন নাহিদ।

হাদির ঘটনাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবাইকে এখান থেকে সরে এসে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। নইলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি সুবিধা পাবে।’

তিনি আরও বলেন, ‘যেসব সুশিল বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে আশা করি।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত