নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে

| আপডেট :  ৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৬  | প্রকাশিত :  ৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনে পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার ৫ নেতাকর্মীকে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বিশ্বাস আসামিদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. সাকের হোসেন, রিফাত শেখ, আকরাম হোসেন বাদল, নূরজাহান আক্তার স্মৃতি ও সাদিয়া আফরিন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ অক্টোবর সকালে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় পল্টন মডেল থানার পরিদর্শক কাজী নাসিরুল আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত