‘অবশেষে ট্রাম্পের সঙ্গে ইভাঙ্কা, পাশে পরিবারের সদস্যরা’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের দ্বারপ্রান্তে পৌঁছেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশের সব অঙ্গরাজ্যের ফলাফল এখনো ঘোষণা হয়নি, তবুও ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আয়োজিত বিজয় উদযাপন অনুষ্ঠানে নিজের জয় ঘোষণা করেছেন।
এমন এক ঐতিহাসিক মুহূর্তে ট্রাম্পের পাশে ছিলেন তার বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, যিনি তার স্বামী জ্যারেড কুশনারসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওয়েস্ট পাম বিচ কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প, তার স্বামী মাইকেল বুলোস এবং ট্রাম্পের তিন ছেলে—ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ও ব্যারন।
বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের উপস্থিতি- যিনি বিজয়ী ট্রাম্পের পাশেই ছিলেন। ট্রাম্প তার বক্তব্যে মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ফার্স্টলেডি হিসেবে সম্বোধন করেন।
২০১৬ ও ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারে ইভাঙ্কা ট্রাম্পের সক্রিয় উপস্থিতি স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। তবে এবারের নির্বাচনী প্রচারে ইভাঙ্কা বা তার স্বামী জ্যারেড কুশনারকে খুব কমই দেখা গেছে। এটি অনেকের কাছে একটি অপ্রত্যাশিত সিদ্ধান্ত ছিল, কারণ ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালে ইভাঙ্কা এবং কুশনার উভয়েই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।
তবে, ইভাঙ্কা আগেই ঘোষণা করেছিলেন, তিনি এবার রাজনীতি থেকে দূরে থাকবেন। প্রায় দুই বছর আগে, যখন ট্রাম্প আবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে নামেন, তখন ইভাঙ্কা বলেন, তিনি ও তার স্বামী কুশনার রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য রাজনীতি থেকে বিরতি নেবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত