ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

| আপডেট :  ১০ নভেম্বর ২০২৪, ০৫:১৫  | প্রকাশিত :  ১০ নভেম্বর ২০২৪, ০৫:১৫

ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজ মাঠে দিনব্যাপী এক মিলন মেলার আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাটখিল সোনাইমুড়ীতে যারা শহীদ-আহত হয়েছেন, তাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান, শিক্ষা বৃত্তি এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ গোলাম মাওলা, গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (যশোর) এস কে আব্দুর রব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী  মুহাম্মদ তুহিন ফারাবী, সহসমন্বয়ক মো. হাফিজুর রহমান এবং নোয়াখালী জেলার সমন্বয়করা।

এ সময় অনুষ্ঠানে এমএইচ গ্লোবাল গ্রুপ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত