চট্টগ্রামে যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার

| আপডেট :  ১২ নভেম্বর ২০২৪, ০৮:৫৬  | প্রকাশিত :  ১২ নভেম্বর ২০২৪, ০৮:৫৬

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী গ্রেপ্তার করা হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) নগর পুলিশের উপকমিশনার (ক্রাইম) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে নগরীর কোতোয়ালি থানার লাভ লেইন এলাকা থেকে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে।

পুলিশের উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন বলেন, হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, এসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন ইন্ধনদাতা ও পরিকল্পনাকারী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হত্যার উদ্দেশে হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর মোল্লা স্টোরের ওসমান নামের এক ব্যবসায়ীর ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার হাজারী গলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ওপর এসিড নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। আহত হন পুলিশ ও সেনাবাহিনীর ১২ সদস্য। ওই রাতেই হাজারী গলিতে যৌথবাহিনীর অভিযানে ৮২ জনকে আটক করা হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়শ জনকে আসামি করে মামলা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত