সিওয়াইবি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখার কমিটি গঠন
ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ইংরেজি বিভাগের শিক্ষার্থী বিউটি আক্তারকে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আনজুমা ইসরাত ইমুকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
আগামী এক বছরের জন্য ১৯ সদস্যের ওই কমিটির অনুমোদন দেন সিসিএস’র নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’র সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি তানিয়া আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক সানজিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক মারিয়া আক্তার, অর্থ সম্পাদক মাহজাবিন হোসাইন মাহি, দপ্তর সম্পাদক রাহিমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক তনিমা আহমেদ, মিডিয়া সম্পাদক সায়মা আফরিন শাম্মী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আয়শা আক্তার, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক সুমাইয়া বিনতে সেলিম ও আইন সম্পাদক অঙ্কিতা সাহা। কার্যকরী সদস্যরা হলেন- ইশরাত জাহান, রুপালী আক্তার ঝিনুক, হাবিবা আক্তার মীম, তাসমিয়া খন্দকার, মোছা. তানজিলা আক্তার, সাজিয়া আফরিন লিলি ও মিথিলা পোদ্দার।
উল্লেখ্য, বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৪টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত