এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন
বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৪-এ চ্যাম্পিয়ন হয়েছে ৬৬ পদাতিক ডিভিশন। এতে রানারআপ হয়েছে ৫৫ পদাতিক ডিভিশন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রংপুর সেনানিবাসে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া দেখেন এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর।
আইএসপিআর জানিয়েছে, প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়াও প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ইউপি ল্যান্স করপোরাল মো. মাসুদ হাসান, ৫৫ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ইউপি ল্যান্স করপোরাল মো. সেলিম মিয়া, ৩৩ পদাতিক ডিভিশন ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৭টি দল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে সেনাসদর ও রংপুর অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, জেসিও, অন্যান্য পদবির সৈনিক এবং অতিথিরা উপস্থিত ছিলেন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত